শেয়ার বাজারে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায় ?
প্রশ্নের উত্তরটি পেতে আর্টিকেলটি খুবই মনোযোগ সহকারে পড়ুন। বর্তমান সময়ে মানুষ অনেকটা বিনিয়োগ ( Invest) সম্পর্কে সচেতন হয়েছে। এবং বিশেষ করে তারা স্টক মার্কেটে ( Stock Market) তাদের টাকা বিনিয়োগ করতে চায়।
আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার মনে এই প্রশ্নটি আসতেই পারে যে শেয়ারবাজারে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায় ?
শেয়ার বাজারে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায় ?
ভারতীয় শেয়ার মার্কেটে মূলত আপনি তিনভাবে টাকা বিনিয়োগ করতে পারেন -
১. ডাইরেক্ট কোম্পানির স্টকে বিনিয়োগ করতে পারেন।
২. মিউচুয়াল ফান্ডের ( Mutual Fund) মাধ্যমে স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করা যায়।
৩. শুধুমাত্র আইপিও IPO ( Initial Public Offering) তে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন : ক্লিক করুন - শেয়ার মার্কেট কি? কিভাবে শুরু করবো ?
আরও পড়ুন : ক্লিক করুন - শেয়ার কেনার কত দিন পর বিক্রি করা যায় : কখন বিক্রি করা উচিত ?
আরও পড়ুন : ক্লিক করুন - ব্যাংকিং স্টকস এনালিসিস করার পদ্ধতি: একটি সম্পূর্ন গাইড
আরও পড়ুন : ভালো শেয়ার চেনার উপায় : ১৪ টি কার্যকরী টিপস
আরও পড়ুন : শেয়ার বাজারে ক্ষতি এড়ানোর ১০ উপায়
আরও পড়ুন : নতুনরা কিভাবে অল্প টাকা দিয়ে শেয়ারে বিনিয়োগ করবেন
আরও পড়ুন : শেয়ার মার্কেটে ট্রেডিং কি ,কত প্রকার, ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা
আরও পড়ুন : বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিও তে কি কি স্টক আছে ?
শেয়ার মার্কেটে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায় ?
সহজ ভাষায় বলতে গেলে, শেয়ার মার্কেটে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে এমন কোন নিয়ম বলা নেই। কোনো কোম্পানির শেয়ারের দাম যেমন হবে তার উপর নির্ভর করবে আপনার কত টাকা বিনিয়োগ করতে হবে। কারণ এখানে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বিভিন্ন রকম হয়ে থাকে।
👉সরাসরি স্টকে বিনিয়োগ ( Direct Invest On Stocks) : সরাসরি কোন কোম্পানির শেয়ার কেনা অর্থাৎ সেই কোম্পানির শেয়ারের এর দাম যত হবে আপনাকে সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। ধরুন কোন কোম্পানির ১ টি শেয়ারের দাম ৫০০ টাকা। আপনি যদি সেই কোম্পানির দশটি শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে ( ১০*৫০০) = ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
👉মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ: আপনি যদি কোন কোম্পানির শেয়ার সরাসরি কিনতে না চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। ফান্ডের মাধ্যমে আপনি মাসে,100, ৫০০ টাকা,১০০০ টাকা অর্থাৎ আপনার ক্যাপিটাল অনুসারে আপনি সেই ফান্ডে জমাতে পারেন।
👉আইপিও ( Initial Public Offering) : যখন কোন কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড হয় তখন সেই কোম্পানি প্রথমে আইপিও ( IPO) নিয়ে আসে। আপনি যদি আইপিওতে বিনিয়োগ ( IPO Investment) করতে চান তাহলে কমপক্ষে আপনাকে ১৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
মনে রাখবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে আপনি অবশ্যই শেয়ার মার্কেট সম্পর্কে ভালো করে জানুন, শিখুন। যদি মনে করেন, শেয়ার মার্কেটে এসে তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন বা প্রচুর পয়সা ইনকাম করবেন তাহলে শেয়ার বাজার কিন্তু আপনার জন্য নয়।
শেয়ার বাজার সংক্রান্ত আপডেট বাংলায় পেতে টেলিগ্রামে যুক্ত হন - ক্লিক করুন
Comments
Post a Comment