Skip to main content

Posts

Showing posts from March, 2024

শেয়ার কেনার সঠিক সময়: কিভাবে সঠিক সময়টি বুজবেন?

শেয়ার কেনার সঠিক সময় কোনটি? এই বিষয়টিকে আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে শেয়ার মার্কেট থেকে বিনিয়োগ করে বড় বড় প্রফিট করতে পারবেন।  শেয়ার মার্কেটে ( Share Market ) অনেকেই কোম্পানির শেয়ার এনালিসিস করার পরেও শেয়ার কেনার সঠিক সময় বুঝতে না পেরে, ভুল দামে এন্ট্রি নিয়ে থাকেন। আর এ কারণেই তারা অন্যদের থেকে বেশি প্রফিট করতে পারেন না। আপনি যদি শেয়ার মার্কেট থেকে সব সময় এ লাভবান হতে চান , তাহলে আপনাকে সঠিক দাম এ এন্ট্রি নিতে হবে। Table Of Contents শেয়ার কেনার সঠিক সময়: কিভাবে সঠিক সময়টি বুজবেন? সব সময় মাথায় রাখবেন আপনি কোন কোম্পানির ১০ টাকার ভ্যালুয়েশনের শেয়ারকে যদি ৭ টাকায় কিনতে পারেন তাহলে, অনেক বেশি প্রফিট করবেন অন্যদের থেকে  অর্থাৎ আপনাকে সব সময় নিচু লেভেলে বিনিয়োগ করতে হবে। তাই এই নিবন্ধে শেয়ার কেনার সঠিক সময় সম্পর্কে কিছু টিপস দেব যেগুলি একজন নতুন বিনিয়োগকারীর জন্য খুবই উপযোগী। Telegram Channel  Join Now শেয়ার কেনার সঠিক সময়- বিনিয়োগ ও ট্রেডিং কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগের ( Investing) আগে আপনাকে ঠিক করে নিতে হবে, কোন উদ

শেয়ার বাজারে ক্ষতি এড়ানোর উপায় : ১০ বিষয় আপনার জানা দরকার

শেয়ার বাজারে ক্ষতি এড়ানোর উপায় গুলি আপনাকে জানতে হবে বিনিয়োগ করার আগে। আপনি যদি শেয়ার মার্কেট ( Share Market) থেকে লাভবান হতে চান তাহলে শেয়ার বাজারে ক্ষতি এড়াতে কিভাবে বিনিয়োগ করবেন সেই সম্পর্কে আপনার কাছে যদি পরিষ্কার ধারণা থাকে , তাহলে কখনোই আপনি শেয়ারবাজারে ক্ষতির সম্মুখীন হবেন না। শেয়ার বাজারে ক্ষতি এড়ানোর উপায় : ১০ বিষয় আপনার জানা দরকার  বন্ধুরা মনে রাখবেন শেয়ার বাজার ( Share Bazar) হলো একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা। ধরুন আপনার নিজের একটা ব্যবসা আছে। আপনি সেখানে নিজের টাকা ইনভেস্ট( Invest) করেছেন কিন্তু আপনার সেই ব্যবসার কিন্তু ঝুঁকি থাকতে পারে হয়তো আপনার ব্যবসাটি চলল না। বন্ধ হতেও পারে বা হয়তো আপনার ব্যবসা আগামী দিনে যতটা উন্নতি করার কথা আপনি ভেবেছিলেন সেই ভাবে উন্নতি করল না। তাহলে সব সময় একটা ঝুঁকি আপনার থেকে যাচ্ছে ঠিক একই ভাবে আপনি এখানে অন্যের বড় বড় কোম্পানির ব্যবসাতে টাকা ইনভেস্ট করছে। যারা ২০-২৫ বছর ধরে ব্যাবসা চালিয়ে আসছে সুনাম এর সাথে। তবু ব্যবসা মানেই একটা ঝুঁকি থাকবেই মনে। তাই কিছু বিষয় আছে যেগুলি আপনার জানা দরকার। Telegram Channel  Joi