Skip to main content

একটি মার্কেট লিডার আন্ডার ভ্যালুড মিড ক্যাপ স্টক অ্যানালিসিস : Mid Cap Under Valued Stock In Bengali

মার্কেট লিডার আন্ডার ভ্যালুড মিড ক্যাপ স্টক নিয়ে অ্যানালিসিস করা হলো নিচের নিবন্ধে। 

বন্ধুরা, বর্তমানে নীফটি তার অল টাইম হাই থেকে ২.৭৬% কারেকশন হয়ে ১৯,৬৬৪ তে ট্রেড করছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ন সাপোর্ট লেভেল এর কাছে Nifty. 

আন্ডার ভ্যালুড মিড ক্যাপ স্টক অ্যানালিসিস

আজ এখানে , মিড ক্যাপ সেক্টর থেকে Auto Component তৈরি করে একটি মার্কেট লিডার কোম্পানি নিয়ে আলোচনা করা হলো। কোম্পানি Auto Component ইন্ডাস্ট্রি তে টেকনোলজি প্রদান এর লিডার কোম্পানি। এছাড়া কোম্পানি গাড়ির লাইট, Switch, Horn তৈরি করে থাকে। 


Telegram Channel  Join Now

আন্ডার ভ্যালুড মিড ক্যাপ স্টক অ্যানালিসিস

Stock Name: Uno Minda

কিছু গুরুত্বপূর্ন ফান্ডামেন্টাল পয়েন্টস: 

  • Market Cap: 34,457 cr
  • Stock PE: 50.1
  • 5 Years Median PE: 50.9
  • 3 Years Median PE : 69.4
  • ROCE: 18.1%
  • ROE: 17.1% 
  • Book Value: 72.5
  • EPS : 12
  • Free Cash Flow: -146cr
  • Debt To Equity: 0.34
  • 10 Year CAGR: 64%
  • 1 year CAGR: 13%

পজেটিভ দিক: 

  • কোম্পানি তার ৫ ও ৪ বছরের মিডিয়াম PE এর নিচে ট্রেড করছে, অর্থাৎ কোম্পানি টি কে আন্ডার ভ্যালুড ধরা যায়। 
  • কোম্পানি মার্কেট লিডার।
  • ROCE ও ROE  যত বেশি হয় তত ভালো।
  • EPS ( Earning per share) যত বেশি হয় ভালো। এখানে কোম্পানি র EPS ভালো।  
  • কোম্পানি সর্বোচ্চ সেলস পোস্ট করেছে ২০২৩ এ।
  • কোম্পানি সর্বোচ্চ Net Profit পোস্ট করেছে।
  • 70% প্রোমোটার হোল্ডিং আছে। অর্থাৎ কোম্পানির মালিক, তাদের শেয়ার বিক্রি করছে না।
  • কোম্পানির ১০ বছরের CAGR ৬৪% । সে তুলনায় কোম্পানি ১ বছরে মাত্র ১৩% রিটার্ন দিয়েছে। 
  • কোম্পানি প্রতি বছর রিজার্ভ ও Assets বাড়িয়েছে।

নেগেটিভ দিক:

  • Free Cash Flow নেগেটিভ এ আছে। 
  • কোম্পানি বুক ভ্যালু এর তুলনায় একটু বেশি দামে ট্রেড করছে। 

ডাটা সোর্স: Screener Website

Disclaimer:  Share Market Bangla সেবি ( SEBI) রেজিস্টার্ড নয়। এই অ্যানালাইসিস সম্পূর্ণ ভাবে এডুকেশনাল এর জন্যে। Share Market Bangla কখনো কোনো স্টক Buy/ Sell সুপারিশ দেয় না। কোন শেয়ার কেনা বা বিক্রির আগে অবশ্যই নিজে এনালাইসিস করুন বা আপনার financial adviser এর পরামর্শ নিন।


Comments

Popular posts from this blog

শেয়ার মার্কেটে ট্রেডিং কি ,কত প্রকার, ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা | What Is Trading In Bengali

শেয়ার মার্কেটে ট্রেডিং কি , কতপ্রকার ট্রেডিং ( Trading ) হয় এবং ট্রেডিং সুবিধা ও অসুবিধা এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে, নিচের এই নিবন্ধ টি মনোযোগ দিয়ে পড়ুন।  Table Of Contents বর্তমান সময়ে, তরুণ প্রজন্ম এর কাছে ট্রেডিং ( Trading ) শব্দ টি খুবই জনপ্রিয় হয়েছে। প্রত্যেকেই শেয়ার মার্কেট ( Share Market ) থেকে ট্রেডিং করে ইনকাম করতে চাইছে। চারিদিক এ ট্রেডিং এর কোর্স ( Trading Online Course) বিক্রি হচ্ছে। তাই , আজ আপনাদের  কাছে ট্রেডিং কি , এবং কতপ্রকার ট্রেডিং শেয়ার মার্কেট এ করা যায়, সেসব সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরবো।  শেয়ার মার্কেটে ট্রেডিং কি ? [ What Is Trading in Bengali ] শেয়ার মার্কেটে অল্প সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার কেনা - বেচা ( Buy - Sell) কে ট্রেডিং বলা হয়। আপনি আজই কোনো কোম্পানির শেয়ার কিনে আজকেই বিক্রি অথবা, ২ দিন পর বা ১ মাস পর বিক্রি করতে পারেন, এটিকেই সহজ ভাষায় ট্রেডিং হবে। ট্রেডিং মূলত টেকনিক্যাল এনালাইসিস ( Technical Analysis) নির্ভর। শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের জন্য কোম্পানির ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপরে বেশি গুরু

কিভাবে শেয়ার মার্কেটে/বাজারে ব্যবসা শুরু করব: A to Z গাইড

কিভাবে শেয়ার মার্কেটে /বাজারে ব্যবসা শুরু করব - সম্পূর্ণ গাইড আপনি এখানে পেয়ে যাবেন। Table Of Contents বর্তমানে সময়ে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ( Stock Market ) ইনভেস্টিং, ট্রেডিং ( Trading ),  মিউচুয়াল ফান্ড ( Mutual Fund ) এই সমস্ত শব্দগুলি আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। শেয়ার মার্কেটেও যে টাকা ইনভেস্ট করে সেটিকে আরো বড় ক্যাপিটাল তৈরি করা যায় মানুষ ধীরে ধীরে সেটি বুঝতে পারছে। এই নিবন্ধে আমরা দেখব কিভাবে শেয়ার মার্কেটে বা বাজারে ব্যবসা শুরু করতে হয় এবং এর প্রাথমিক পদক্ষেপ গুলি কি হতে পারে।  Telegram Channel  Join Now কিভাবে শেয়ার মার্কেট /বাজারে বিনিয়োগ শুরু করব ( How To Invest In Share Market )  বিগত কয়েক বছরে অনেক মানুষ শেয়ার মার্কেট সম্পর্কে জানতে ইচ্ছুক প্রকাশ করছে এবং   প্রচুর মানুষ এই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন। কিন্তু সব সময় মনে রাখবেন শেয়ার মার্কেট হলো একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা। তাই নতুনদের জন্য এখানে কিছু গাইড দেওয়া হল যে কিভাবে শেয়ার বাজারে আপনি বিনিয়োগ শুরু করবেন -  ১. শেয়ার মার্কেট সম্পর্কে শ

ভালো শেয়ার চেনার উপায় : ১৪ টি কার্যকরী টিপস

ভালো শেয়ার চেনার উপায় গুলি আপনি বুঝতে পারলেই খুব সহজেই স্টক মার্কেট থেকে বিনিয়োগ [ Stock Market Investing] করে অনেক লাভবান হতে পারবেন। এই পোস্টে ভালো শেয়ার নির্বাচনের ১০ উপায় নিয়ে  আলোচনা করবো অ আরও কিছু টিপস পাবেন। বন্ধুরা, স্টক মার্কেট [ Stock Market ]  হলো একটা ব্যবসা। আপনি স্টক মার্কেটে যে টাকা বিনিয়োগ করেন সেই টাকাগুলো ওই সমস্ত কোম্পানির ব্যবসাতে ইনভেস্ট হয়। তাহলে বুঝতে পারছেন সেই সমস্ত কোম্পানিগুলি যদি তাদের ইনকাম কে বাড়ায় এবং তারা ভবিষ্যতে আরও নিজেদের রেভিনিউকে গ্রো করে তাহলে আপনার বিনিয়োগ করা টাকাও বাড়বে। আর সে কারণেই ভালো শেয়ার চেনার কৌশল গুলি [ Good Stock Analysis Tips ]  আপনার জানা খুবই দরকার। ভালো শেয়ার চেনার উপায় : ১৪ টি কার্যকরী টিপস ভারতের শেয়ারবাজারে প্রায় পাঁচ হাজারের বেশি কোম্পানি আছে।তার মধ্যে থেকে সঠিক কোম্পানি বাছাই করতে গেলে কিছু বিষয় জানা দরকার। Long Term & Short Term Investing এ ভালো শেয়ার চেনার জন্য বিশ্লেষণ করার আগে আপনাকে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেটি জানতে হবে। Telegram Channel  Join Now এই নিবন্ধে আমি আলোচনা করব  এক